আজই বাসায় ফিরছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তবে আজ বৃহস্পতিবারই তিনি গুলশানের বাসায় ফিরছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে আজ বিকেল ৫টায় অথবা ইফতারের পরে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হবে খালেদা জিয়াকে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। হাসপাতালে ৫ মাস থাকার পর গত ১১ জানুয়ারি তাকে বাসায় আনা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?