ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৪ মার্চ ২০২৪, ১৪:১৪
শেয়ার :
ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে মির হোসেন মীর (৪১) নামে কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে।

মির হোসেন সামাদ মহলদারের ছেলে। বাড়ি ঢাকা খিলগাঁও গোড়ান রোডে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

মির হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. রায়হান জানান, আজ সকালের দিকে মির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আজ সকাল ৮টা ৫ মিনিটের দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।