পাটের শাড়ি না হলে একসময় বিয়েই হতো না: প্রধানমন্ত্রী
কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে পাট খাতকে সর্বোচ্চ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বব্যাপী পাটের যে বিশাল বাজার রয়েছে তার কথা মাথায় রেখে পাটপণ্যের উৎপাদন ও রপ্তানী বাড়াতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, লিজে দেয়া পাটকলগুলোতে সরকারের নজরদারি অব্যাহত থাকবে। এসব পাটকলের যত্ন নিতে হবে সংশ্লিষ্টদেরকে। এজন্য গবেষণা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান।
যেহেতু পাট পরিবেশবান্ধব তাই এটির বহুমুখীকরণ এবং পাট ব্যবহার করে নতুন নতুন পণ্য উৎপাদনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাটের সঙ্গে চামড়া মিশ্রিত করে বহু নতুন নতুন জিনিস তৈরি করা যায়। উদাহরণস্বরূপ তিনি বলেন, এই অনুষ্ঠানে একজন পাটের তৈরি জ্যাকেট পরে এসেছেন। সেটিকে ‘চমৎকার’ সম্মোধন করে প্রধানমন্ত্রী জানান তিনি নিজেও পাটের শাড়ি পরেই অনুষ্ঠানে এসেছেন। বলেন, এক সময় বিয়েতে পাটের শাড়ি না দিলে বিয়েই হতো না। বিয়ে হলে পাটের শাড়ি দিতেই হতো। তবে কালের আবর্তনে সেগুলো এখন হারিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রধানমন্ত্রী বলেন, পাট এমন এক পণ্য যার চাহিদা শেষ হওয়ার নয়। সোনালী আঁশ অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে। দেশীয় শিল্পের কাঁচামাল যথাযথ ব্যবহার করতে পারলে শিল্প অনেক দূর যাবে- এমনটাও বলেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অনুষ্ঠানে ৬টি পাটকলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে, এবছর ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা সম্মাননা গ্রহণ করেন।