পদ্মায় ভাসছে পল্টুন থেকে পড়ে যাওয়া পিকআপভ্যান
রাজবাড়ীর গোয়ালন্দে ফেরি ঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া পিকআপভ্যান ভাসছে এক কিলোমিটার দুরে পদ্মা নদীতে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের ৭ নম্বর ঘাটে এ ঘটনাটি ঘটে।
এ সময় গুরুতর আহত হন পিকআপভ্যানের চালক মো. শাহিন শেখ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
দৌলতদিয়া ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ফরিদউদ্দিন জানান, সকালে ঢাকা থেকে আসা ওই পিকআপভ্যানটি ফেরি থেকে নামার পর এ্যাপ্রোচ সড়ক দিয়ে মূল সড়কে ওঠার সময় ব্রেকফেল করে। পরে ট্রাকটি পেছন দিকে নামতে নামতে পদ্মা নদীতে পড়ে যায়। পরে ভেসে অন্তত এক কিলোমিটার দুরে গিয়ে চরে বেঁধেছে।