ডিপজল-মিশার মাসব্যাপী ইফতার আয়োজন
রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী বিএফডিসির ক্যান্টিনের সামনে ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাচ্ছেন।
ডিপজল বলেন, ‘রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এই রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন মাত্র পানি দিয়ে ইফতার করবে- তা হতে পারে না। তাই কয়েকশ লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নন, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিশা সওদাগর বলেন, ‘রমজান উপলক্ষে বাজারে সব কিছুর দামই চড়া। আমারে এফডিসির অনেক ভাই-বোনদের ভালো ভাবে ইফতার করার মতোই সামর্থ্য নাই। তাই ডিপজল ভাই ও আমি মিলে এই উদ্যোগটি নিয়েছি। সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে, যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারে। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে তা দিয়ে খুব ভালো ভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর (সভাপতি পদপ্রার্থী) ও মনোয়ার হোসেন ডিপজল (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) থাকবেন এক প্যানেলে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’