উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরসার শীর্ষ কমান্ডারসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ১১:২৫
শেয়ার :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরসার শীর্ষ কমান্ডারসহ আটক ৪

আরসার শীর্ষ কমান্ডারসহ আটক ৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক শীর্ষ কমান্ডারসহ আরসার ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী জানিয়েছেন, কক্সবাজার র‍্যাবের গোয়েন্দা টিম জানতে পারেন, উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে মিয়ানমারের রাখাইন স্টেটের আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একটি সন্ত্রাসী গ্রুপ নতুন করে আস্তানা গড়ে তুলেছে। এরই সূত্র ধরে র‍্যাবের একাধিক টিম গতকাল বুধবার রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত এলাকার ৫ নম্বর ব্লকে অভিযান চালায়। অভিযানকালে র‍্যাব একটি বাড়ি থেকে আরসার বাংলাদেশের প্রধান কমান্ডার এবং অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ প্রকাশ মাস্টার কলিম উল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ চার জন আরসা সন্ত্রাসীকে আটক করে। এ সময় তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

আরসার ৪ সন্ত্রাসীকে আটকের পর ভোরে রোহিঙ্গা ক্যাম্পে তাদের বিভিন্ন আস্তানায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি।