ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ০৮:৪৪
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বৃহস্পতিবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-

প্রধানমন্ত্রীর কর্মসূচি

জাতীয় পাট দিবস উপলক্ষে ৬টি পাটকল ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন হবে।

রাষ্ট্রপতির কর্মসূচি

স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল ৮টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুর ১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হবে।

ওবায়দুল কাদেরের কর্মসূচি

বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর কর্মসূচি

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ এবং সেক্টর ভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম জরিপ ২০২৩ এর চূড়ান্ত রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। দুপুর ২টায় আগারগাঁও বিবিএস অডিটোরিয়ামে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরের গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সর্বশেষ তথ্য জানাবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে স্বাধীনতা উদযাপন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

ডিএনসিসি মেয়র আতিকুলের কর্মসূচি

নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য ডিএনসিসির আয়োজনে মাসব্যাপী ইফতার আয়োজন পরিদর্শন করবেন মেয়র আতিকুল ইসলাম। বিকেল সোয়া ৫টায় গুলশান-২ নগর ভবনের সম্মুখ স্থল পরিদর্শন করবেন তিনি।