আহমেদ শরীফের অনুরোধ
আহমেদ শরীফ
ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে খল অভিনেতা আহমেদ শরীফ। তবে অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। মাঝে-মধ্যে দেশে আসেন। তাও খুব বেশি দিনের জন্য নয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন আহমেদ শরীফ। ছুটে গিয়েছেন প্রিয় কর্মস্থল এফডিসিতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে বসে আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন এই অভিনেতা। এসময় সকল শিল্পীদের অনুরোধও জানান সমিতির চারবারের নির্বাচিত এই সভাপতি।
আহমেদ শরীফ বলেন, ‘আপনার সেই মানুষটিকেই ভোট দিবেন, যারা এই ইন্ডাস্ট্রির জন্য কিছু করবে। আমরা কিন্তু অপরিচিত কেউ না। সবাই সবার পরিচিত। এই ইন্ডাস্ট্রিতে কে, কেমন? কার সঙ্গে যোগাযোগ করা যায়? কে বিপদে এগিয়ে আসে? এসব শিল্পীদের জানা। আমি অনুরোধ করব, এমন শিল্পীকেই আপনারা নির্বাচিত করুন। তাহলে শিল্প ও শিল্পীরা ভালো থাকবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এসময় তিনি জানান, শিল্পী সমিতির নির্বাচনের আগেই দেশ ত্যাগ করবেন তিনি।
এদিকে, আগামী ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পরিবর্তন করে ২৭ এপ্রিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ ঘোষণার কারণে সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠিও দিয়েছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, আসন্ন নির্বাচনে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল থাকবেন একটি প্যানেলে। আর ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সে কারণে বিপাকে পড়েছেন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। নিজের প্যানেলের সভাপতির খোঁজে এখন মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।