১৪ মাস পর উৎপাদনে ফিরল চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র
সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হলো চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। যদিও গ্যাস সংকট থাকায় এখনই শতভাগ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারছে না কেন্দ্রটি। এরপরও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৬মিনিট থেকে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়েছে। তবে এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি। ওই সময় বুয়েটসহ অন্যান্য অভিজ্ঞ প্রকৌশলীরা কয়েক দফা চেষ্টা করলেও চালু করতে পারেনি এটি।
চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ২০২২ সালের ৬ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হয় ৫০ মেগাওয়াট এবং ১০০ মেগাওয়াটের দুটি ইউনিট। তবে ১০০ মেগাওয়াট কেন্দ্রটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের পর ৭ ফেব্রুয়ারি চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গ্যাস বুস্টার বিকল হওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি। এরপরও গ্যাস বুস্টারটি সংগ্রহের কাজ সম্পন্ন করে ২০২৩ সালের ১৫ নভেম্বর চালু করার সিদ্ধান্ত নেই কিন্তু এলসি জটিলতায় তাও আমরা পারিনি। অবশেষে চালু হয়েছে, আশা করছি সহসাই পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে পারবো।
জানা গেছে, ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।