এখনো যোগাযোগ করেননি সোমালিয়ার জলদস্যুরা: কবির গ্রুপ
সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র মালিক কবির গ্রুপের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেননি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। আজ বুধবার দুপুরের দিকে তিনি এ তথ্য জানান।
মিজানুল ইসলাম বলেন, ‘জাহাজে থাকা সব নাবিকের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। নাবিকদের মুক্তির বিষয়ে আমাদের প্রচেষ্টার কথা তাদের জানিয়েছি। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বন্দী নাবিকদের মুক্ত করার।’
ভারত মহাসাগরে গতকাল মঙ্গলবার বাংলাদেশি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার জলদস্যুরা ‘এমভি আবদুল্লাহ’র মালিক কবির গ্রুপের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি বলে জানান এই কর্মকর্তা। তবে তিনি বলেন, ‘সব নাবিক ও ক্রু সুস্থ আছে। তাদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। জলদস্যুরা নাবিকদের কোনো ক্ষতি করেনি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘তারা সুস্থ আছে। জাহাজে নাবিকদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। পথে ভারত মহাসাগরে বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজটির নিয়ন্ত্রণ নেন সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা আছে। এতে থাকা ২৩ ক্রুর সবাই বাংলাদেশি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জলদস্যুদের কবলে পড়া জাহাজের ক্রুদের মধ্যে আছেন- ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খান, দ্বিতীয় কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, তৃতীয় কর্মকর্তা মো. তারেকুল ইসলাম, চতুর্থ প্রকৌশলী তানভীর আহমদ, এবি মো. আসিফুর রহমান, এবি সাজ্জাদ হোসেন, ওএস আইনুল হক, অয়েলার মোহাম্মদ শামসউদ্দিন, ফায়ারম্যান মোশাররফ হোসেন শাকিল, চিফ কুক মো. শফিকুল ইসলাম ও জিএস মো. নূর উদ্দিন।
এদিকে এমভি আবদুল্লাহর জলদস্যুদের কবলে পড়ার খবর ছড়িয়ে পড়লে জিম্মি হওয়া ক্রুদের পরিবারের সদস্যরা ছুটে যান চট্টগ্রামে মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে। ওই সময় নাবিকদের মুক্তির বিষয়ে প্রচেষ্টার কথা পরিবারের সদস্যদের জানান কবির গ্রুপের কর্মকর্তারা।