সৌদি আরবে ইহুদি র‌্যাবাইয়ের টুপি খোলায় বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৪, ২০:৫৩
শেয়ার :
সৌদি আরবে ইহুদি র‌্যাবাইয়ের টুপি খোলায় বিতর্ক

সৌদি আরবে ধমীয় স্বাধীনতা বিষয়ক একটি মার্কিন প্রতিনিধি দল জানিয়েছে, তাদের দলের একজন ইহুদি সদস্যের মাথার টুপি খুলতে বলার প্রতিবাদে তারা সফর শেষ না করেই দেশে ফিরে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছিল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) একটি দল। ঐতিহাসিক শহর দিরিয়াহ পরিদর্শন করতে গিয়েছিলেন দলটি। কিন্তু শহরে প্রবেশের আগে কমিশনের প্রধান ইহুদি অর্থোডক্স র‍্যাবাই আব্রাহাম কুপারের মাথা থেকে টুপি খুলে ফেলার অনুরোধ করা হয়। ইহুদিরা এই টুপিকে কিপ্পাহ বলে সম্বোধন করেন।

আব্রাহাম কুপার বলেন, ‘একটি ঐতিহ্যবাহী স্থানে প্রবেশাধিকার থেকে কাউকেই বঞ্চিত করা উচিত নয়। বিশেষ করে, একতা এবং অগ্রগতির জন্য নিবেদিত একজনকে শুধু ইহুদি হওয়ার অপরাধে।’

ইউএসসিআইআরএফ ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেছে, ঘটনাটি তাদের সঙ্গে ঘটেছে, যারা যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার অধীনে ধর্মীয় স্বাধীনতার বার্তা প্রচার করে। আব্রাহাম কুপারের সহযোগী ও ইউএসসিআইআরএফ ভাইস চেয়ারম্যান ফ্রেডরিক ডেভি ঘটনাটিকে ‘অত্যাশ্চর্য এবং বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।