মহিষ কেনার পরের দিনই আঘাতে মালিকের মৃত্যু
আহত করা মহিষটি
পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিং এর আঘাতে মনির হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে।
গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, গতকাল সোমবার মনির কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমর হাট বাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় একটি মহিষ কেনেন। মহিষটি আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় ওষুধ খাওয়াতে গেলে মহিষটি শিং দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। একপর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পার্শ্ববর্তী আমতলী উপজেলার গাজীপুর বন্দরে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।