রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৪, ১৬:২৯
শেয়ার :
রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতে রাজস্থানে আধুনিক তেজাস ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। তবে বেঁচে আছেন পাইলট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর তেজাস ফাইটার বিমান রাজস্থানের জয়সালমারের একটি ছাত্রনিবাসের কাছে বিধ্বস্ত হয়।  

ভারতে সর্বশেষ বিমান বিধ্বস্তের ঘটনা ২৩ বছর আগে ২০০১ সালে। ২০১৬ সালে দেশটির বিমান বাহিনীতে যুক্ত হয় তেজাস ফাইটার।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।