শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনের সড়কে সাভার পরিবহনের বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত হয়েছেন। তা বয়স আনুমানিক (৫০) বছর।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো: সেলিম। তিনি বলেন, ‘আজিজ সুপার মার্কেটের অদুরে সাভার পরিবহনের বাস ওই নারীকে ধাক্কা দেয়। পরে সেখান থেকে বিএসএমএমইউ এর জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি জানান, ওই নারীর পরনে শাড়ি ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে চালক ও হেলপারকে আটক করা হয়েছে।