মা হলেন অভিনেত্রী মৌসুমী
মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। গেল ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হয় অভিনেত্রীর। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মৌসুমী নাগ বলেন, ‘আমাদের সংসারে প্রথম সন্তান ছেলে। শোয়েব একটা মেয়ে প্রত্যাশা করেছিল। সৃষ্টিকর্তা আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কন্যা সন্তানের নাম রাখার প্রসঙ্গ তিনি বলেন, ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে “অ্যাভাটার” মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা ওর খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা ওর ডাক নাম। আর পরিবারের সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন ছোট পর্দার দুই তারকা শোয়েব ও মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’