অস্কারের রেড কার্পেটে উল্টে পড়লেন অভিনেত্রী (ভিডিও)
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে গত সোমবার বাংলাদেশ সময় ভোরবেলায় বসে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে রেড কার্পেটে পোজ দিতে গিয়ে উল্টে পড়লেন মার্কিন অভিনেত্রী লিজা কোশি। এ রকম একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অস্কারের রেড কার্পেটে দাঁড়িয়ে আছেন মার্কিন অভিনেত্রী। তার পড়নে ছিল মেরুন রঙের গাউন, পায়ে হিল জুতা। রেড কার্পেটে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন ক্যামেরার সামনে। বোঝাই যাচ্ছে যে- সামনে থাকা চিত্রগ্রাহকরা নিজ নিজ ক্যামেরায় লুক দিতে বলছেন। লিজাও ভিন্ন ভিন্ন দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। এরপর কয়েক পা সামনে এগিয়ে যেতেই ধপাস। নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। রেড কার্পেটে উল্টে পড়ে যান এই তারকা।
সমস্বরে চিত্রগ্রাহকরা বলে উঠেন— ‘ওহ!’
যদিও ওই অবস্থায় লিজা বলেন, ‘সব ঠিক আছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে অভিনেত্রী লিজা পড়ে গেছে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন দুজন। তারা তাকে টেনে তোলেন। এরপর একজন লিজার গাউন ঠিক করে দেন।
এসময় লিজা চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে এক সেকেন্ড সময় দিন।’ এরপর সবকিছু সামলে নিয়ে ফের ক্যামেরায় পোজ দেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
পড়ে যাওয়ার পর লিজা যেভাবে পরিস্থিতি সামলেছেন, তার প্রশংসা করছেন নেটিজেনরা। এমিলি নামে একজন লেখেন, ‘দারুণভাবে সামলেছেন লিজা। ভালোবাসা লিজা।’ আরেকজন লেখেন, ‘সঠিক সময়ে হেসেছেন লিজা।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
কেউ কেউ লেখেছেন, ‘মানুষ হিসেবে খুবেই ভালো লিজা।’
এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
উল্লেখ্য, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’