ইসলামি ভাবধারায় নির্মিত ধারাবাহিক
ইসলামের প্রধান পাঁচটি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা। রোজা বা রমজান ফরজ হিসেবে বাধ্যতামূলক করা হয় হিজরি দ্বিতীয় বর্ষে। এর পর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে। সংযমের এই মাসে দেখে নিতে পারেন এ সিরিজগুলো।
এসব সিরিয়ালের বিষয়বস্তু এবং সংলাপের মধ্যে ইসলামি ভাবধারা এবং মুসলমান শাসকদের ইতিহাসের কিছু বিষয় আছে। লিখেছেন- ফয়সাল আহমেদ
আসহাবে কাহাফ
আসহাবে কাহাফ হলো ১৯৯৭ সালের একটি ইরানি টিভি ধারাবাহিক যা পরিচালনা করেছেন ফারাজুল্লাহ সালাহশুর। এ সিরিজে আসহাবে কাহাফের ঘটনা ইসলামিক বর্ণনা অনুযায়ী দেখানো হয়েছে। বাংলাদেশের এসএ টিভি ২০১৭-এর এপ্রিল হতে সিরিজটি বাংলায় সম্প্রচার করা শুরু করে। জনাকয়েক পলাতক যুবক, একটি গুহা আর তিন শতাব্দীর নিদ্রাÑ আসহাবে কাহাফের মূল কাহিনি। আসহাবে কাহাফ কেবল মুসলিমদের কাছেই প্রবল জনপ্রিয় একটি ঘটনা নয়, বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুব জনপ্রিয় ও অলৌকিক ঘটনা।
সুলতান সুলেমান
সুলতান সুলেমান একটি তুর্কি ধারাবাহিক টেলিভিশন নাটক যা পরিচালনা করেছেন মেরাল ওকেয় ও ইয়িলমায শাহিন। প্রাথমিকভাবে তুরস্কের ‘শো’ টিভিতে নাটকটির সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের ‘স্টার’ টিভিতে এর সম্প্রচার স্থানান্তর করা হয়। বাংলাদেশের বেসরকারি চ্যানেল ‘দীপ্ত’ টিভি ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে। নাটকটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার স্ত্রী হুররেম সুলতানের জীবনীর ওপর ভিত্তি করে, যিনি সুলায়মানের ক্রীতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ইউসুফ জুলেখা
ইউসুফ জুলেখা একটি ইরানি সিরিয়াল যা ফারজুল্লাহ সালানশুর পরিচালিত ২০০৮ সালের একটি ইরানি টিভি চলচ্চিত্র, যেখানে নবী ইউসুফ (আ)-এর ঘটনা কোরআন এবং ইসলামি বর্ণনা অনুযায়ী ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেল এসএ টিভি ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিংয়ের মাধ্যমে ২০১৬ সাল থেকে ইউসুফ জুলেখা নামে এই ধারাবাহিকটি সম্প্রচার করে আসছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই দুই চরিত্র নিয়ে নির্মিত ধারাবাহিকটি বাংলাদেশ ছাড়াও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রচার হয়েছে।
আলিফ লায়লা
আলিফ লায়লা হলো আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। সাগর ফিল্মস এটি নির্মাণ করে। দুটি আলাদা মৌসুমে টেলিভিশন ধারাবাহিকটি নির্মাণ হয়। প্রথম মৌসুমটি ডিডি ন্যাশনাল (দূরদর্শন ন্যাশনাল) চ্যানেলে প্রচার হয় এবং দ্বিতীয় মৌসুমটির প্রচার হয় পাকিস্তানের এ.আর.ওয়াই. ডিজিটাল চ্যানেলে। ব্যাপক জনপ্রিয়তার কারণে পরবর্তীকালে ধারাবাহিকটির বাংলাদেশেও বাংলা ভাষায় ডাব করে সম্প্রচার শুরু হয় বিটিভি এবং একুশে টেলিভিশনে, যা রীতিমতো দর্শক সাফল্য পায়। ২০১২ সালে ভারতীয় চ্যানেল ধামাল টিভি এর পঞ্চম সম্প্রচার শুরু করে। বর্তমানে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি নিয়মিতভাবে প্রতি শনিবার থেকে বুধবার রাত ৮টা ৩০ মিনিটে এবং প্রতি বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এই ধারাবাহিকটি বাংলায় প্রচার করছে।
কারবালা কাহিনি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
কারবালা কাহিনি হলো একটি মহাকাব্যিক ও ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক, যা পরিচালনা করেছেন দাভুদ মিরবাঘেরি, ধারাবাহিকটি মুখতার আল-সাকাফির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। ১৪০-এরও বেশি অভিনেতা এতে অভিনয় করেছেন। বাংলাদেশের এসএ টিভি ২০১৮ সালে ধারাবাহিকটি বাংলাদেশে আমদানি করে ও বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচার করে। বাংলাদেশ ছাড়াও ধারাবাহিকটি আরও কয়েকটি দেশে কয়েকটি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হয়েছে।
জান্নাত
কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে জান্নাত পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ালটি প্রচার হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এটিভিতে। বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচার হয় এই টিভি সিরিয়ালটি।
হাতেম তাই
আরব্য রজনীর সেই অমর চির সবুজ চরিত্র ‘হাতেম’। ৭টি ধাঁধার দারুণ বিপজ্জনক রহস্য ভেদ করে সাধারণ মানুষের উপকারকারী হাতেমের শত্রু এবার ইবলিশ শয়তানের দোসর দাজ্জাল। যে কিনা তার কালো জাদুর রাজ্য বিস্তার করতে চায় পৃথিবীব্যাপী, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর ন্যায়পরায়ণ বান্দা হাতেম। দাজ্জাল ইবলিশের কাছ থেকে প্রাপ্ত তার শয়তানি শক্তির পূর্ণ প্রয়োগ করলেও হাতেম তার ঈমানী শক্তি দিয়ে মোকাবিলা করে দাজ্জাল এবং তার কালো জাদু দিয়ে তৈরি দুষ্ট সাঙ্গোপাঙ্গদের!!! ধাঁধার রহস্য ভেদ করতে গিয়ে নানা রকম বিপদের মুখোমুখি হয় হাতেম। কিন্তু সততা আর সাহসিকতা দিয়ে বারবার বিভিন্ন ধরনের শয়তানি শক্তিকে পরাজিত করে সে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
ওমর
ওমর হলো একটি ঐতিহাসিক আরব টেলিভিশন ড্রামা সিরিজ যেটি প্রযোজনা এবং সম্প্রচার করেছিল মিডিল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার। সিরিজটি পরিচালনা করেন সিরিয়ান পরিচালক হাতিম আলী। ৩১ পর্বের এই সিরিজটি ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুকের জীবনের ১৮ বছর থেকে শুরু করে মৃত্যুকালীন সময়ের মধ্যকার প্রবহমান প্রাসঙ্গিক ও পারিপার্শ্বিক সমসাময়িক ঘটনাবলির ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়।