সম্মেলনের ২ দিন পর রওশনের জাপা থেকে সেন্টুর পদত্যাগ
জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থিদের জাতীয় সম্মেলনের ২ দিন পরেই পদত্যাগ করলেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। আজ সোমবার বিকেলে রওশন এরশাদের বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্র জমা দেন সেন্টু। সেখানে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন তিনি।
এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জি এম কাদেরের বিরুদ্ধে সংবাদমাধ্যমে কথা বললে দলীয় পদ হারানো শফিকুল ইসলাম সেন্টু। তাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মহানগর উত্তরের ৬ শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন শফিকুল ইসলাম সেন্টু।
পদত্যাগের বিশেষ কোনো কারণ আছে কি না জানতে চাইলে শফিকুল ইসলাম সেন্টু আমাদের সময়কে বলেন, ‘আর ভালো লাগে না। এইবার এলাকার মানুষের সেবা করতে চাই।’
রাজনীতি ছাড়া সেবা কীভাবে করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউন্সিলর হিসেবে এলাকার সেবা করতে চাই, পরিবারকে সময় দিতে চাই। আর রাজনীতি নয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?