বড় ভাইয়ের শাবলের আঘাতে বৃদ্ধর মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাই ইসলাম মুন্সীর (৬২) শাবলের আঘাতে ছোট ভাই কহেল মুন্সী (৬০) নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধুরচর গ্রামের বাসিন্দা ও আপন দুই ভাই বৃদ্ধ কহেল মুন্সী ও ইসলাম মুন্সী। তাদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার দুপুর আনুমানিক ৩টার দিকে ছোট ভাই কহেল মুন্সী বড় ভাইয়ের বাড়ির সীমানার বেড়ার পাশে নতুন করে সীমানা বেড়া দিতে গেলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই তার হাতে থাকা লোহার শাবল দিয়ে কহেল মুন্সীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে কহেল মুন্সী মাটিতে পড়ে যান। কহেল মুন্সীকে বাঁচাতে তার স্ত্রী সাফিয়া বেগম (৫৫) ও তার ছেলে শাহিনুর মুন্সী (২৫) এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে যখম করেন ইসলাম মুন্সী, তার স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা আক্তার ও ছেলে হৃদয় মুন্সী।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৭টার দিকে কহেল মুন্সী মৃত্যুবরণ করেন। কহেল মুন্সির স্ত্রী সাফিয়া বেগমের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাস্থল পরিদর্শন করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ইতিমধ্যে ইসলাম মুন্সীর মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে। বাকি পলাতকদের আটক করতে চেষ্টা চলছে।