আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এ অনুষ্ঠান হবে।
আওয়ামী লীগের কর্মসূচি:
বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে।
বিএনপি-শরিক দলের কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। উদ্বোধক মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান বক্তা থাকবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
বিশেষ বক্তা থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। অপরদিকে বিকেল ৩টায় বিজয় নগর সায়হাম ভবন দলীয় অফিসে সংবাদ সম্মেলন করবে এবি পার্টি।
ডিএমপির ব্রিফিং:
আসন্ন রমজানে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণিবিতান, শপিং মল, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা ও প্রেস ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। দুপুর ১২টায় ডিএমপি সদরদফতরের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ ব্রিফিং হবে।
অফশোর বিডিং রাউন্ড নিয়ে ব্রিফিং:
বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৪ এর ওপর প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বেলা ১১টায় কাওরানবাজারে পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান হলে এই ব্রিফিং হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:
রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে শান্তিনগর বাজার পরিদর্শন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকাল ১০টায় বাজার পরিদর্শনে যাবেন তিনি। বাজার পরিদর্শন শেষে শান্তিনগর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আমিনবাগ কো-অপারটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের সভাকক্ষে মতবিনিময় সভা করবেন তিনি।
অপরদিকে একই দিন বেলা ১১টায় ডেইলি শপিং শান্তিনগর বাজার শাখায় রমজান মাস ও ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে বিশেষ ছাড়ে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বিমান এয়ারলাইন্সের কর্মসূচি:
যানবাহন প্রদর্শনী ও নতুন গ্রাউন্ড ইকুইপমেন্ট কমিশনিং অনুষ্ঠানের আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । বিমান যানবাহন বিভাগ ও জিএসই বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) সকাল পৌনে ১০টায় এ অনুষ্ঠান হবে।
নানকের কর্মসূচি:
সকাল সাড়ে ৯টায় সূচনা কমিটি সেন্টারের পেছনে আজিজ মহল্লা ইফতার সামগ্রী বিতরণ করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:
দুপুর সাড়ে ১২টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি শেস্তাকভ। দুপুর সোয়া ১টায় সৌদি আরব ও আরব আমিরাতের সফর নিয়ে ব্রিফিং করবেন তিনি। দুটি অনুষ্ঠানই পররাষ্ট্র মন্ত্রণালয়ে হবে।