গুঞ্জনে পানি ঢাললেন নয়নতারা
দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ বলা হয় তাকে। শাহরুখ খানের সঙ্গে ‘জাওয়ান’ সিনেমায় জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেন। আলাদা করে নয়নতারার চরিত্রটি নজর কাড়ে দর্শকের মাঝে। ছবিটি তাকে এনে দেয় দাদাসাহেব ফালকের পুরস্কারও। এসবের মধ্যেই বাতাসে গুঞ্জন উড়ছিল, অভিনেত্রীর সংসার ভাঙছে।
ঘটনার সূত্রপাত স্বামী ভিগেনেশ শিবনকে ইনস্টাগ্রামে নয়নতারা আনফলো করার পর থেকে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই আবার স্বামীকে ফলো করেন তিনি। যার মধ্য দিয়ে সব গুঞ্জনে পানি ঢাললেন অভিনেত্রী নিজেই। সামাজিক মাধ্যমে স্বামী এবং যমজ পুত্রের সঙ্গে নয়নতারা একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। ছবিতে স্বামী-সন্তানসহ বিমানে বসে থাকতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে নয়নতারা লিখেছেন, ‘অনেক দিন পর ছেলেদের সঙ্গে ভ্রমণ।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নয়নতারার পোস্ট আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিগনেশ। স্বামী-সন্তানসহ প্রিয় তারকাকে হাসিমুখে দেখে স্বস্তি ফিরেছে ভক্তশিবিরে। সবাই প্রিয় তারকার সুখের জন্য দোয়া করছেন। বছর দুয়েক আগে সাত পাকে বাঁধা পড়েন নয়নতারা ও পরিচালক ভিগেনেশ। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হন এ জুটি। এত সুখবরের মধ্যে সংসারে বিচ্ছেদের গুঞ্জন শুনে চোখ কপালে উঠেছিল ভক্তদের।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা