বনানী কবরস্থানে দাফন করা হবে ইহসানুল করিমকে

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪, ২১:৪৮
শেয়ার :
বনানী কবরস্থানে দাফন করা হবে ইহসানুল করিমকে

বনানী কবরস্থানে সমাহিত করা হবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে। আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। আজ রবিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

আজ রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইহসানুল করিম। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে, এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারাল। দেশের সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে কাজ করছিলেন ইহসানুল করিম। ২০২২ সালের ১৯ জুন দুই বছরের জন্য নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। 

ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেন।