কারামুক্ত হলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪, ২০:০৯
শেয়ার :
কারামুক্ত হলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রাজধানীর গুলশান থানার নাশকতা মামলায় আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আপিলের শর্তে জামিনের আবেদন করেন মেজর (অব.) হাফিজের আইনজীবী। শুনানি শেষে আদালত আপিল গ্রহণ করে তার জামিন মঞ্জুর করেন।