আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৪, ০৮:৫৯
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টায় শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে বাংলাদেশ কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রীর কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অর্থমন্ত্রীর কর্মসূচি:

বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা: আন্তুর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

বিকেল সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পাট ও বস্ত্রমন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টায় লালমাটিয়া আড়ং মাঠে রমজান উপলক্ষে মাসব্যাপী রাজধানীর ২০টি স্থানে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শিল্পমন্ত্রীর কর্মসূচি:

বিকেল ৩টায় তেজগাঁওয়ে বিএসটিআই সম্মেলন কক্ষে রমজানে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে বিএসটিআইয়েরর বিশেষ অভিযান ও গৃহীত কার্যক্রম বিষয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সংবাদ সম্মেলন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টায় প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ বাজারে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। এ ছাড়া বেলা ১১টায় বিডার মাল্টিপারপাস হলে ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশের মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

শিক্ষামন্ত্রীর কর্মসূচি:

দুপুর আড়াইটায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী কর্মসূচি:

দুপুর ২টায় মোহাম্মদপুর টাউন হল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:

দুপুর ২টায় সচিবালয়ে নিজ দফতরে মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি:

দুপুর ২টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির কর্মসূচি:

বিকেল ৩টায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

১২ দলীয় জোটের কর্মসূচি:

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের সম্ভাবনা, সংকট ও সুরক্ষা শীর্ষক আলোচনা সভায়’ অংশ নেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাবেক শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলনসহ নেতারা।