পণ্যের মূল্যবৃদ্ধি মানেই সিন্ডিকেট নয়
আইপি ফোরামের গোলটেবিল আলোচনা
পণ্যের মূল্যবৃদ্ধি হলেই যে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বা বাজারে সিন্ডিকেট রয়েছে -এমন ধারণা যথাযথ নয়। পণ্য বাজারে, বিশেষ করে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট থাকা প্রায় অসম্ভব। আইন কিংবা অর্থনীতিতেও ‘সিন্ডিকেট’ কথাটির কোনো অস্তিত্ব নেই। গতকাল রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে ‘দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এমন অভিমত তুলে ধরে বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (আইপি) ফোরাম।
আইপি ফোরাম আয়োজিত এ আলোচনায় ফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ্ বলেন, সিন্ডিকেট কথাটার কাছাকাছি যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে- ‘কারটেইল’। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান করছে, প্রতিযোগিতা কমিশনও কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে, কিছু কিছু মামলায় সিদ্ধান্ত এসেছে। প্রতিযোগিতা কমিশনে প্রতিটি মামলায় ব্যক্তির বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ করা হচ্ছে।
আর একজনের বিরুদ্ধে যোগসাজশের মামলা করা যায় না। এভাবে ভুলভাবে যদি উৎপাদনকারীদের সাজা দেওয়া হয়, তাহলে তারা কিন্তু উৎপাদনে থাকবে না, যা সরবরাহ চেইনে প্রভাব ফেলবে।
সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ আইপি ফোরাম প্রধান নির্বাহী মনজুরুর রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সূচনা বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিআইআরডিএপি) পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, আমাদের দেশে যেভাবে মূল্যের স্তর বাড়ছে, তার দায় পলিসির। মূল্যবৃদ্ধি কোনো সমস্যা নয়, সমস্যা সেই অনুযায়ী মানুষের আয় বৃদ্ধি না হলে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন এ কে এনামুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক মো. খালেদ আবু নাসের, লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা প্রমুখ।