এনএসইউতে উইমেন্স ক্যারিয়ার কার্নিভালের সমাপ্তি
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) দুদিনব্যাপী চলা উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল ২০২৩-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এনএসইউর ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে এটি আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। সমাপনী অনুষ্ঠানে হিরোস ফর অল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি রেহনুমা করিম এবং আই-সোশ্যালের প্রতিষ্ঠাতা ও সিইও অনন্যা রায়হান অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য দেন মেজর জেনারেল নজরুল ইসলাম। এনএসইউর অর্থনীতি বিভাগের অধ্যাপক এম ইসমাইল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি