তারকাদেরও হয়েছে রাজকীয় বিয়ে

ফয়সাল আহমেদ
১০ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
তারকাদেরও হয়েছে রাজকীয় বিয়ে

কেবল তিন দিনে আম্বানিবাড়ির ছোট ছেলের প্রাক-বিয়ের আয়োজনে খরচ হয়ে গেছে হাজার কোটি টাকার বেশি। ভারতের গণমাধ্যম বলছে, এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের গুজরাটের জামনগরে হাজির হয়েছিলেন ধনকুবের আর তারকারা। বাদ যাননি বলিউডডের মেগাস্টাররাও। সেই সব তারকা যাদের বিয়েতেও খরচ হয়েছে অঢেল অর্থ

লিখেছেন- ফয়সাল আহমেদ

পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডা

গেল বছরের ২৪ সেপ্টেম্বর পিচোলা হ্রদের ধারে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। প্রায় তিন দিন ধরে রাজস্থানের উদয়পুরে আয়োজন করা হয় তাদের রাজকীয় বিয়ের। বিয়েতে খরচ ছাড়িয়েছে কোটির ওপরে। এর পর দেশের বড় দুই শহরে হয়েছে প্রীতিভোজের অনুষ্ঠান। সেখানে খরচ হয় আরও কোটি টাকার ওপর।

সিদ্ধার্থ-কিয়ারা

রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে সম্পন্ন হয় বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে। তাদের বিয়ে উপলক্ষে সূর্যগড় প্যালেসকে একটি বিলাসবহুল বুটিক হোটেলের রূপ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিয়ের জন্য নাকি জয়সলমেরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়, আর ভাড়া করা হয় ৭০টিরও বেশি গাড়ি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই প্যালেসের একেকটি ঘরের প্রতিদিনের ভাড়া প্রায় দুই লাখ রুপি।

ক্যাটরিনা-ভিকি

বলিউডের আরেক জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের জমকালো আয়োজন নজর কেড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জুটি সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে। জানা যায়, ৭০০ বছরের পুরনো এ কেল্লায় ক্যাট-ভিকি হোটেলের যে স্যুট ভাড়া নেন, তার জন্য প্রতিদিন দিতে হতো প্রায় সাত লাখ রুপি। এ ছাড়া অতিথিদের জন্য ভাড়া নেওয়া হয় ১৫টি স্যুট। যেগুলোর প্রতিটির ভাড়া প্রতি রাত চার লাখ রুপি।

প্রিয়াংকা-নিক

বর্ণিল আয়োজনে বিয়ে করেছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ভারতের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় নিক-প্রিয়াংকার। জানা যায়, বিয়ের জন্য এই প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াংকা-নিক। এজন্য প্রতিদিন প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছিল তাদের। এই প্যালেসে টানা পাঁচ দিন ধরে চলে বিয়ের নানা অনুষ্ঠান। এ সময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিয়াংকা ও নিক জোনাসের বন্ধুবান্ধব এবং সহকর্মীরা মিলে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিল।

দীপিকা-রণবীর

বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে ছিল বহুল আলোচিত বিয়েগুলোর একটি। রাজকীয় সাজে মহাধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। জানা যায়, এই রিসোর্টের ভাড়া ছিল ২ কোটি রুপি। এখানে এক সপ্তাহ ধরে চলে বিয়ের আয়োজন। এ ছাড়া ভারতের অনুষ্ঠানে খরচ হয় প্রায় ৭৭ কোটি রুপি। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা-সংক্রান্ত নানা খরচ।