আমতলী পৌরসভায় তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান

আমতলী (বরগুনা) প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২২:৩৩
শেয়ার :
আমতলী পৌরসভায় তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল প্রতীক নিয়ে ৬ হাজার ৫৫৭ ভোট পেয়ে তৃতীয়বার মো. মতিয়ার রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যাঙ্গার প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান পেয়েছেন ৫ হাজার ৫৮৯।

জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মোবাইল ফোন প্রতীক নিয়ে মো. মতিয়ার রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বরগুনা জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল আল হাদী জানান, বেসরকারি ফলাফলে মোবাইল প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান এগিয়ে রয়েছেন।