বাউফলের কেশবপুর ইউনিয়নের উপনির্বাচনে জয়ী অপু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২০:২৮
শেয়ার :
বাউফলের কেশবপুর ইউনিয়নের উপনির্বাচনে জয়ী অপু

বাউফলের কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিকশা প্রতীকে এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।

আজ শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। 

কেশবপুরে ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ২৯০ জন। এদের মধ্যে ১৩ হাজার ৭০ জন পুরুষ এবং ১২ হাজার ২২০ জন নারী ভোটার। ভোট প্রয়োগ করেছেন ১২ হাজার ৫৬৬ জন। প্রয়োগকৃত ভোটের হার শতকরা ৪৯ দশমিক ৬৮ ভাগ।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ কারণে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।