জাল ভোট দিতে গিয়ে ৩ কিশোর আটক
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের উপনির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিন কিশোর আটক হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।
আটক তিন কিশোর হল, ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে সজল মিয়া (১৭), একই এলাকার ওসমান আলীর ছেলে জনি মণ্ডল (১৫) ও বুলু মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১৭)।
মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ডা. আব্দুল্লাহেল কাফী জানান, ভোটগ্রহণ চলাকালে বিকেল ৩টার দিকে কেন্দ্রে আসেন তিন কিশোর। এ সময় তারা ভোটার দাবি করে ভোট দেওয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই তিন কিশোর মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসার কথা স্বীকার করেছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ভোটগ্রহণ শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টুর মৃত্যুজনিত কারণে পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। আজ এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।