চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে প্রাণ গেলো যাত্রীর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৮:০০
শেয়ার :
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে প্রাণ গেলো যাত্রীর

ঢাকাগামী দ্রুতযান এক্সেপ্রেস চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে শফিকুল ইসলাম নয়ন (৪৪) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় দিকে দিনাজপুরের বিরামপুর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নয়ন পৌরশহরের নতুন বাজার এলাকায় হাসান আলীর ছেলে।

বিরামপুর স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার পৌরশহরের মামুনা বাদ খানকা শরিফে ওরশ মাহফিল ছিল। ওরশ শুনতে ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বিরামপুর আসেন নয়ন। ঢাকায় ফেরার জন্য দ্রুতযান এক্সেপ্রেসের একটি কেবিন নেন। বন্ধুদের আগে ট্রেনে তুলে দিয়ে পরে নিজে ওঠার সময় পা ফসকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিরামপুর স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, সকালে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সেপ্রেস টেনটি বিরামপুর স্টেশনে ১১টা ২২ মিনিটে প্রবেশ করে। এখানে প্রায় আট মিনিট ট্রেনটি অবস্থান করে ১১টা ৩০ মিনিটে ছেড়ে দেয়। ট্রেনটি ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নয়ন দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করে। নিহতের হাতে একটি ব্যাগ ও বালতি ছিল। ট্রেনের গতি বেশি থাকায় পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে মারা যান তিনি।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিক (আইসি) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।