বেইলি রোডের অগ্নিকাণ্ডের দায় কেউ এড়াতে পারে না: প্রতিমন্ত্রী মহিববুর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার দায় কেউ এড়াতে পারে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেইলি রোডে অগ্নিকাণ্ডের শিকার ভবন মালিককে তিনবার সতর্ক করা হলেও প্রভাবশালীদের চাপে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।’
আজ শনিবার রাজধানীর এফডিসিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে যে পরিমাণ সাইক্লোন সেন্টার রয়েছে তা পর্যাপ্ত নয়। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে কোনো অনিয়ম ও দুর্নীতি থাকলে তা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। বিসিএস দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাডার চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ সচিব মো. কামরুল হাসান এনডিসি, স্টার্ট বাংলাদেশ নেটওয়ার্কের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘আমাদের উপকূলীয় অঞ্চলে অনেক মানুষ দুর্যোগ ঝুঁকিতে বসবাস করছে। দুর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি। বাস্তচ্যুত গৃহহীন এসব মানুষকে এখনও পুরোপুরি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘নদী ভাঙন রোধে যেসব প্রকল্প গ্রহণ করা হয় সেগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি হচ্ছে। ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহারের পরিবর্তে কংক্রিট ও পাথর ব্যবহার করা হলে তা দীর্ঘস্থায়ী ও টেকসই হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
কিরণ আরও বলেন, ‘জনমনে প্রশ্ন উঠেছে বেইলি রোডের আগুনে মারা যাওয়া ব্যক্তিরা মৃত্যুর শিকার নাকি অবকাঠামোগত হত্যাকাণ্ড। যদি এই মৃত্যুগুলোকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এ হত্যার প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা হোক।’
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ দুর্যোগের ঝুঁকি হ্রাসে ১০ দফা সুপারিশ প্রদান করেন- ১) দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর (এসওডি) আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কন্টেন্ট পর্যালোচনা করে আধুনিকায়ন করা ২) সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকম্প ঝুঁকি নিরূপণ এবং অতি ঝুঁকিপূর্ণ ভবন মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা ৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলোর ভূমিকম্প সহনীয়তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ৪) দুর্যোগ ব্যবস্থাপনায় পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য বিসিএস দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাডার চালুর উদ্যোগ বাস্তবায়ন করা ৫) বজ্রপাতজনিত ঝুঁকি নিরসনে ব্যাপক প্রচারণা চালানো, বজ্রপাতের আগাম সংকেত চালু এবং বজ্র নিরোধক উপকরণ ব্যবহার নিশ্চিত করা ৬) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২১-২০২৫) এর বাস্তবায়ন সম্পর্কিত মধ্যবর্তী মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা ৭) দুর্যোগ সংক্রান্ত গবেষণা কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সম্পৃক্ত করা ৮) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে অর্থ প্রদানের জন্য সমাজের বিত্তশালী ব্যক্তি, কর্পোরেট গ্রুপ ও প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধ করা এবং এই তহবিলের আয় ব্যয় তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা ৯) অগ্নিকাণ্ডের ঝুঁকিসহ ভবন নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা ১০) দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি কমাতে প্রাইভেট সেক্টরে বিনিয়োগকারীদের দুর্যোগ ঝুঁকি বিবেচনায় প্রণয়ন করা ও বাস্তবায়নে সহায়তা করা।
“দুযোর্গজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রচেষ্টার ঘাটতি নেই” শীর্ষক ছায়া সংসদে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, যোগাযোগ বিশেষজ্ঞ তানজিনা শারমিন, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, সাংবাদিক অনিমেষ কর ও সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।