সন্তান প্রসবের ৫ দিন পর গৃহবধূর ‘আত্মহত্যা’

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৪:২৪
শেয়ার :
সন্তান প্রসবের ৫ দিন পর গৃহবধূর ‘আত্মহত্যা’

ঝালকাঠির রাজাপুরে বাবার বাড়িতে নার্গিস বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ নামানো হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নার্গিস বেগম উপজেলার লেবুবুনিয়া এলাকার আব্দুল মন্নান তালুকদারের মেয়ে। তিনি পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার বেশনকাঠি এলাকার মো. রকিবুলের স্ত্রী।

নার্গিসের স্বামী মো. রকিবুল বলেন, তার তিন সন্তান রয়েছে। পাঁচ দিন আগে তৃতীয় সন্তান প্রসব করেন তার স্ত্রী। এ কারণে তার স্ত্রী নিজের বাবার বাড়িতে থাকতেন। শুক্রবার দিবাগত রাতে নার্গিস কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের একটি মেহগনি গাছের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দেন। বাড়ির লোকজন নার্গিসের মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ থেকে নিচে নামিয়ে আনে।

তিনি বলেন, কী কারণে নার্গিস আত্মহত্যা করেছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি তার বাবার বাড়ির লোকজন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।