আঙুলের ছাপে জটিলতা, সাবান দিয়ে হাত ধুতে বললেন নির্বাচন কর্মকর্তা
ময়মনসিংহ সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ভোট গ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। অনেকে ভোটারের আঙুলের ছাপ মিলছে না। তখন আঙুলের ছাপ মেলাতে ভোটারের আঙুলে ভ্যাসলিন ঘষছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকটা সময় ঘষাঘষির পরও অনেক ভোটার, বিশেষত প্রবীণ ও নারীদের আঙুলের ছাপ মিলছে না। ভুক্তভোগীদের হাত সাবান দিয়ে ধুয়ে, লেবু দিয়ে কচলে দুপুরের পর আবার কেন্দ্রে আসার অনুরোধ করেছেন কর্মকর্তারা।
শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।
ভোট দিতে না পেরে ফিরে যাওয়া কয়েকজন নারী জানিয়েছেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দীর্ঘসময় ধরে তাদের আঙুলের ছাপ মেলানোর চেষ্টা করেছেন। ভ্যাসলিন দিয়ে অনেকক্ষণ আঙুল ঘষলেও কাজ হয়নি।
নির্বাচনে এক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, একেকজন ভোটারের আঙুলের ছাপ মেলাতে অনেক সময় চলে যাচ্ছে। এ জন্য অনেককে দুপুরে আবার আসতে বলতে হচ্ছে।
ময়মনসিংহ সিটি নির্বাচনে ইভিএম নিয়ে ভোগান্তির কথা জানান সদ্য সাবেক মেয়র ইকরামুল হক। তিনি বলেন, ইভিএম নিয়ে ভোগান্তি হচ্ছে। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়, সেটা দেখতে হবে।