নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ, যা বললেন মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী মো. ইকরামুল হক টিটু। আজ রবিবার সকাল ৯টার দিকে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের ৬ নম্বর ভোটকক্ষে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের বিষয় সন্তোষ প্রকাশ করে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু বলেন, ‘ভোটারদের ব্যাপক সাড়া রয়েছে। তবে ইভিএমে ভোট দিতে ধীরগতি হচ্ছে।’
নিজের জয়ের বিষয় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি। ভোটের পরিবেশও শান্তিপূর্ণ রয়েছে।’
ইভিএমে ভোটগ্রহণের ধীরগতির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করে ইকরামুল হক টিটু বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি- যেন ভোটারদের কোনো ভোগান্তি না হয়, ইভিএমে কোথাও কারিগরি ত্রুটি থাকলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’
ভোটে প্রভাব খাটানোর বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘হাতি প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কীর এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।’
আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ সিটি নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পযন্ত। টিটু ছাড়াও নির্বাচনে মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক), কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ প্রতীক) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল (লাঙ্গল প্রতীক)। এ ছাড়া নির্বাচনের কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া।
২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার গেজেট হয়। পরের বছর ৫ মে ভোটগ্রহানের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল ইসি। যদিও সিটির প্রথম ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। ওই ভোটে কেবল কাউন্সিলর পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।