গাজার ত্রাণ শিবিরে প্যারাস্যুটের আঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ০৯:০৮
শেয়ার :
গাজার ত্রাণ শিবিরে প্যারাস্যুটের আঘাতে নিহত ৫

ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ত্রাণসামগ্রী নিয়ে নামা প্যারাস্যুট সঠিক সময়ে খুলতে ব্যর্থ হওয়ায় তার আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার গাজা শহরের উত্তরের শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। শিবিরটিতে খাবার পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন শরণার্থীরা।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গাজার সরকারি সংবাদমাধ্যম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমরা আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলাম যে গাজাবাসীর জীবন কত ঝুঁকিপূর্ণ, আজ যা ঘটল- নাগরিকদের ওপর পার্সেল ফেলা হলো।’ 

উত্তর গাজার রাফা থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেছেন, জনগণ (গাজাবাসী) একটি ট্রাজেডির শিকার হলো। 

তিনি বলেন, ‘তারা শুধু খাদ্য ও ওষুধের অভাবের মধ্যে নেই, তারা খাদ্যসামগ্রীর জন্য অপেক্ষা করে, মাঝেমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যের শিকার হয় এবং কখনো অকার্যকর প্যারাসুটের দ্বারা নিহত হয়।’ 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত অর্ধলক্ষাধিক। হতাহতদের বেশির ভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।