আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ কিছু পায়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীকে গতকাল গাজীপুরের শ্রীপুরের মাওনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: আমাদের সময়
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) রুমানা আলী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ কিছু পায়। দেশ এগিয়ে যায়। উন্নয়ন হয়। অন্যেরা ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে পড়ে।’
গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনায় আয়োজিতি এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়।
রুমানা আলী বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ডাক দেন। তার ডাকে এদেশের মানুষ মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল। ৭৫-এর ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে পিছিয়ে পড়ে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা প্রধনমন্ত্রী হয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখান।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘পনের বছর আওয়ামী লীগ ক্ষমতায়। এখন মানুষ কিছু পাচ্ছে। দেশের উন্নয়ন হচ্ছে। প্রধান মন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ র্নিমিত হচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি। ২০৪১সালের মধ্যে প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে।’
মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জেড আই জালালের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জামিল হাসান দূর্জয়। এতে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যন মো. আ.জলিল, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিণা পারভীন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অনুষ্ঠানে প্রায় চল্লিশটি সংগঠন, প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে। অনুষ্ঠান শেষে গভীর রাত পর্যন্ত সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও ডলি সায়ন্তনী।