ডেন্টালের ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারাদেশে অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনোরকম অনিয়মের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এ বছর ভর্তি পরীক্ষায় কোনোরকম নেতিবাচক কিছু ঘটেনি।
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদি সাব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেওয়াজ হোসেন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু