আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় উদয়ন স্কুলে বিডিএস (বাংলাদেশ ডেন্টাল সার্জন) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
শিক্ষামন্ত্রীর কর্মসূচি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেল ৪টায় ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
অ্যাডভোকেট কামরুল ইসলামের কর্মসূচি:
সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেল ৩টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
ছাত্রদলের কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় নবগঠিত ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
গণ অধিকার পরিষদের কর্মসূচি:
বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে ৫ দফা দাবিতে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। এতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ দলের নেতারা।
র্যাবের কর্মসূচি:
আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবে সংস্থাটি।