নারীর ক্ষমতায়ন একটি অব্যাহত প্রচেষ্টা
ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেছেন, আমরা বিশ্বাস করি যে, নারীর ক্ষমতায়ন কেবল একদিনের ঘটনা নয়, এটি একটি অব্যাহত প্রচেষ্টা। কারও ওপর নির্ভর করবেন না কখনো, আমি চাই আপনারা সবাই পরস্পরকে উঁচুতে তুলে ধরুন এবং নিজের পায়ে দাঁড়ান।
দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা এবং ওএইচএসওজিওডটকমের উদ্যোগে গতকাল শেরাটন ঢাকার গার্ডেন কিচেন রেস্টুরেন্টে বিশ্ব নারী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে একগুচ্ছ কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং আলোচনাসভায় লৈঙ্গিক বৈষম্যহীনতা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর কর্মীরা তাদের অভিজ্ঞতার বিবরণ দিয়ে নিজেদের উপলব্ধি প্রকাশ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে মোহা. নূর আলী ছাড়াও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সাখাওয়াত হোসেন-চিফ এক্সিকিউটিভ অফিসার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি; স্টেফানে ম্যাস-জেনারেল ম্যানেজার, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা; জাহিদুল ইসলাম রনি-এমডি ও সিওও, বিলিভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ও ওহসোগো; আয়েশা ফারিহা-ব্যারিস্টার অ্যাট ল এবং অ্যাকাডেমিক গাইডেন্স টিউটর ও লেকচারার, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ সাউথ; মিস শাহিন আফরোজ-সাবেক বিভাগীয় প্রধান, বেকারি অ্যান্ড প্যাস্ট্রি, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেইনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই); মিস মেরিনা খন্দকার-সাবেক বিভাগীয় প্রধান, ফুড অ্যান্ড বেভারেজেস প্রোডাকশন, এনএইচটিটিআই প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অবদান ও অর্জনের প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। লৈঙ্গিক সমতা গতিশীল করার জন্য প্রয়োজনীয় কর্মকাণ্ড ও নারীর অধিকার তুলে ধরার আহ্বান জানানো হয় দিবসটিতে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?