মিথ্যা প্রতিশ্রুতি নয়, উন্নয়নের সঙ্গে থাকুন: মেয়র প্রার্থী টিটু

অনলাইন ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ২২:২৫
শেয়ার :
মিথ্যা প্রতিশ্রুতি নয়, উন্নয়নের সঙ্গে থাকুন: মেয়র প্রার্থী টিটু

কারো মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ইকরামুল হক টিটু। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে অনেকেই মিথ্যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করতে চাইবে, আপনারা কোনো প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতিকে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না।’

তিনি বলেন, ‘শুনেছি একজন প্রার্থী সিটি করপোরেশনের এখতিয়ারের বাইরে অসম্ভব কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করাসহ ব্রহ্মপুত্র নদ খনন করে দিবেন বলেছেন, আরেক প্রার্থী প্রচারণা চালিয়ে বলছেন কর ফ্রি করে দিবেন। বাস্তবে এসব কথার কোনো ভিত্তি নেই এবং সম্ভবও নয়।’

ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতির নগরী ‘ময়মনসিংহ’। আর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ইকরামুল হক টিটু। শিক্ষার্থীদের ডাকে এই জনপ্রতিনিধি শত ব্যস্ততা দূরে ঠেলে চলে চলে যান দেশের যেকোনো প্রান্তে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্র সমিতির বিভিন্ন কর্মসূচিতে পৃষ্ঠপোষকতাও করে থাকেন তিনি। যেকোনো সমস্যা নিয়ে শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলতে পারেন নির্দ্বিধায়। 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি ময়মনসিংহ মহানগরীর উন্নয়নেও তিনি কাজ করে চলছেন সমান তালে। সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। আলোকিত নগরী ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নিয়েছেন নানা উদ্যোগ।

এবারের নির্বাচনেও তিনি মেয়র প্রার্থী। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিটির ভোট। দলীয় মনোনয়ন না থাকায় তার প্রতীক ঘড়ি।

ইকরামুল হক টিটু বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরই সিটির সড়ক ড্রেনের উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয় যা এখন সিটির উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমানে প্রতিটি ওয়ার্ডে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার কাজ চলছে। এতে তৈরি হচ্ছে ১১৭ কিলোমিটার বিসি রোড, ২৩৯ কিলোমিটার আরসিসি রোড, ১.৬১ কিলোমিটার সিসি রোড, ২৩৮ কিলোমিটার ড্রেন ১১.৩৭ কিলোমিটার পাইপ ড্রেন।’

তিনি বলেন, ‘তৈরি করা হচ্ছে কালভার্টসহ অন্যান্য অবকাঠামো। এ ছাড়া সিটি করপোরেশন অন্যান্য প্রকল্প থেকে ৯২ কিলোমিটার নতুন রাস্তা এবং ৪৫ কিলোমিটার ড্রেনের কাজ সম্পন্ন করা হয়।’

শহরের জলাবদ্ধতা সমস্যারও উন্নতিও ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একসময় যখন একটু বৃষ্টিতেই শহরে পানি জমে যেত সেখানে আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেনের মাধ্যমে ড্রেনেজ নেটওয়ার্ক শহরকে যুক্ত করার ফলে শহরের জলাবদ্ধতার অনেকাংশে নিরসন হয়েছে। মিন্টু কলেজ থেকে বিপিন পার্ক স্টেশন রোড থেকে থানাঘাট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন নির্মাণ, কাশবন আবাসিক এলাকার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, নাটকঘর লেন থেকে ডিবি রোড হয়ে সেহড়াখাল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন ইত্যাদি নির্মাণ করা হয়েছে। বর্তমানে চলমান শহরের ভেতরে নতুন বাজার রেল ক্রসিং থেকে ব্যাটবল চত্বর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেনের কাজ।’

তিনি বলেন, ‘এতে করে শহরের খালগুলো থেকে পানি বের হওয়াটা আরও সহজতর হবে, যা সামগ্রিক জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে। এ ছাড়া গত বছর জুলাই থেকে সিটি করপোরেশনে উদ্যোগে প্রায় ১৫ কিলোমিটার খালের দখল উচ্ছেদ সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ শহরকে একসময় যারা আবর্জনার শহর হিসেবে দেখেছেন তাদের দৃষ্টিতে ময়মনসিংহের পরিবর্তনটা ধরা পড়বে। বিলুপ্ত পৌরসভার জনবল নিয়েও প্রতিদিন প্রায় ৫০০ মে.টন বর্জ্যের ব্যবস্থাপনা করছে ময়মনসিংহ সিটি করপোরেশন। চলছে রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনাও।’