বিশ্বব্যাপী ২১ শতাংশ গ্যাস নির্গমনের জন্য দায়ী ভবন ও নির্মাণখাত

নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৪, ২১:৩৩
শেয়ার :
বিশ্বব্যাপী ২১ শতাংশ গ্যাস নির্গমনের জন্য দায়ী ভবন ও নির্মাণখাত

বিশ্বব্যাপী ২১ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী ভবন ও নির্মাণ খাত। বিশেষ করে গ্লোবাল সাউথের নগরায়নের পরিমাণ দ্রুত বেড়ে যাওয়ার কারণে জলবায়ুর ওপর ভবনগুলোর প্রভাব আগামী কয়েক দশকে বাড়বে বলে ধারনা করছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। তবুও ভবন ও নির্মাণ খাত ২০৫০ সালের মধ্যে ডিকার্বনাইজেশন অর্জনের কোনো পথনকশা নেই।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিল্ডিং এবং জলবায়ু সম্পর্কিত গ্লোবাল ফোরাম ভবন ও নির্মাণখাতে ডিকার্বনাইজেশন এবং স্থিতিস্থাপকতা অর্জনের লক্ষে মূল সংস্থাগুলার মন্ত্রীর এবং উচ্চস্তরের প্রতিনিধিদের একত্রিত করার লক্ষে আজ বৃহস্পতিবার একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। বিশ্বে এ ধরনের সম্মেলন এটিই প্রথম। এরআগে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-২৮) অগ্রগতি পর্যালোচনা করা হবে।

মূলধারায় চক্রাকার অর্থনীতির অর্ন্তভূক্তির জন্য আন্তর্জাতিক উপদেষ্টা গ্রুপের সদস্য হিসেবে ফ্রান্স সরকারের আমন্ত্রণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্মেলনে অংশগ্রহণ করেছে। উচ্চস্তরের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। ফোরামে মন্ত্রীকে কারিগরি সহায়তা প্রদান করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন ও প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিল্ডিং ব্রেকথ্রুর উদ্যোগে বাংলাদেশসহ প্রায় ২৮টি সরকার, ইউরোপীয় কমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, পরিবেশকর্মী, ভবন নির্মাণের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও বিভিন্ন এনজি কর্মীসহ প্রায় ৪০০ জন প্রতিনিধির সমর্থনে ভবন খাতের বৈশ্বিক ডিকার্বনাইজেশন এবং জলবায়ু পরিবর্তনে স্থিতিস্থাপকতা আনায়নের জন্য একটি কাঠামো অনুমোদন করা হবে এই ফোরম থেকে।