বিদ্যুতের দামের প্রভাব পড়বে না কৃষকের ওপর: খাদ্যমন্ত্রী
বিদ্যুতের বাড়তি দামের প্রভাব কৃষকের ওপর পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়নে এবং কৃষির সুবিধায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায় কৃষক। ফলে বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের ওপর কোনো প্রভাব পড়বে না।’
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, মহা-পরিচালক শাখাওয়াত হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।