জ্যাকলিনের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন
বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সময়টা ভালো যাচ্ছে না তার। আদালত পুলিশ করেই কাটছে বেশিরভাগ সময়। এরইমধ্যে আরও একটি দুঃসংবাদ। তার অ্যাপার্টমেন্ট হাউজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিনেত্রীও এই মুহূর্তে ভারতের বাইরে আছেন।
ভারতীয় সংবাদমাদ্যম হিন্দুস্তান টাইমসেরখবরে জানা যায়, জ্যাকলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির বাসিন্দা। নার্গিস দত্ত রোডের এই অভিজাত ১৭ তলা অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি।গতকাল রাত ৮ টার দিকে এই ভবনে ভয়াবহ আগুন লাগার কথা শোনা যায়। জ্যাকলিনের ঠিক ওপর তলার ফ্লোর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা গিয়েছিল।
খবর পেয়ে দমকলের অন্তত ৪টি ইঞ্জিন ও অন্যান্য যান দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায়, রাত ৯টা ৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সোসাইটিতেই একটি ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে জ্যাকলিনের। বাড়ির জিনিসপত্র ও কাঠের আসবাবেই সীমাবদ্ধ ছিল আগুন। ফলে ভয়াবহ দুর্ঘটনা বিশেষ ঘটেনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০২৩ সালে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার এই সোসাইটিতে অ্যাপার্টমেন্ট কেনেন অভিনেত্রী জ্যাকলিন। গত জুলাই মাসে, তার নতুন বাড়ির বাইরের অংশের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই বিল্ডিংয়ে একাধিক ধরনের বাসস্থানের অপশন আছে যার মধ্যে স্যুইট, পেন্টহাউজ, স্কাই ভিলা ও ম্যানসনও রয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট