উপদেষ্টাকে নিয়ে মার্কিন দূতাবাসে জি এম কাদের
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ দূতাবাসে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার উপদেষ্টা মাশরুর মাওলা
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও তার উপদেষ্টা মাশরুর মাওলা।
আজ বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরুর মাওলা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গত ১২ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?