টিসিবির চিনির দাম কেজিতে বাড়ল ৩০ টাকা
চিনির দাম প্রতি কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর ফলে টিসিবির প্রতি কেজি চিনির দাম ৭০ টাকা থেকে বেড়ে হলো ১০০ টাকা।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতিকেজি চিনি ১০০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চিনির দাম বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে বলেন, বাজারে দাম সমন্বয় করার জন্য চিনির দাম বাড়ানো হয়েছে। আগে তুলনামূলক কম দামে চিনি বিক্রি করেছে টিসিবি। সর্বশেষ দুই-তিন মাস আগে ডিলারদের চিনি দেওয়া হতো, তখন দাম কমছিল। এখন বাজারে চিনির দাম অনেক বেড়েছে।