কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রক্সি, যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৪, ২০:২০
শেয়ার :
কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রক্সি, যুবক কারাগারে

কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে হাতেনাতে আটক করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, ‘টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় একজন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছি। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোনো সুযোগ নেই। আজ আমরা কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় ১ জন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রæত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।’