গজারি বনে মানুষের কঙ্কাল, খণ্ড খণ্ড মাথার খুলি
গাজীপুরের শ্রীপুরে গজারি বন থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সেখানে খণ্ড খণ্ড মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর গোসিঙ্গা আঞ্চলিক সড়কের পটকা গ্রামের নারিশ হ্যাচারির পূর্ব পাশের গভীর বন থেকে কঙ্কাল উদ্ধার করা হয়।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ প্রধান জানান, স্থানীয় এক নারী বনে লাকড়ি কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গিতে ঢাকা মানুষের মাথায় খুলি ও হাড় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, কঙ্কালটি নারী নাকি পুরুষের, তা শনাক্ত করা যায়নি। কীভাবে মরদেহ এখানে এলো বা মারা গেল তা এখনই বলা যাচ্ছে না।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। উদ্ধার হওয়া মাথায় খুলি, হাড়গোড় পাঞ্জাবি ও লুঙ্গি ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।