ঢাকার বায়ুর মানের উন্নতি

অনলাইন ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১১:২২
শেয়ার :
ঢাকার বায়ুর মানের উন্নতি

ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। আজ বুধবার  সকাল ১০টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) অনুযায়ী ১২৫ স্কোর নিয়ে তালিকার ১৪তম স্থানে আছে।

এই তালিকায় ১৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৮৪ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআইয়ের তথ্যানুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত ভালো বায়ু, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে, খুবই অস্বাস্থ্যকর। স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর বায়ুর মান ৩০০ এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু খুবই বিপজ্জনক।