চ্যাম্পিয়নস লিগে নতুন ফরম্যাট
আগামী মৌসুমে নতুন মোড়কে আসছে ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ। যেখানে থাকছে না কোনো গ্রুপপর্ব। টুর্নামেন্ট শুরু হবে রবিন লিগ রাউন্ড পদ্ধতিতে। একই সঙ্গে বাড়ছে আরও ৪টি দল। ৩৬ দলকে ৪ পটে বিভক্ত করা হবে। যেখানে প্রতিটি দল খেলবে সমান ৮টি করে ম্যাচ। ৪টি ম্যাচ ঘরে এবং ৪টি ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলো তথা নক আউট পর্ব। পয়েন্ট তালিকার ৯ থেকে ২৪ পর্যন্ত থাকা দলগুলো খেলবে প্লে-অফ। এই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো। এরপর শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত টুর্নামেন্ট হবে আগের নিয়মেই। সোমবার রাতে উয়েফার বৈঠকে নতুন এই ফরম্যাট চূড়ান্ত করা হয়। ২০২১ সালের নতুন ফরম্যাটের প্রস্তাবনা ওঠে। যেখানে প্রথম রাউন্ডে প্রতিটি দলের ১০টি করে ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল উয়েফা।